কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি কর্তৃক কম্বল বিতরণ করা হয়েছে মানবকথা মানবকথা প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫ কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোঃ রাশেদুল ইসলাম কর্তৃক মঙ্গলবার ২১ জানুয়ারী সকালে বিশ্ববিদ্যালয় চত্বরে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় তার সাথে ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়র রেজিস্ট্রার সাদেকুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বীর কুড়িগ্রাম জেলা কমিটির আহবায়ক আব্দুল আজিজ নাহিদ, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মাহমুদুল হাসান লিমন, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান প্রমূখ। শীতার্ত অসহায় আড়াই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে বলে জানা গেছে। সেখানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সচেতন নাগরিক। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করায় শীতার্ত অসহায় মানুষ খুব খুশি হয়েছেন। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ডক্টর মুহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববদ্যালয়ের চেয়ারম্যান, কীটতত্ত্ব বিভাগ, কৃষি অনুষদের অধ্যাপক ছিলেন। SHARES সারা বাংলা বিষয়: