হাতীবান্ধায় পিস্তল, চার রাউন্ড গুলি ও মাদকসহ আটক -১

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৪

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি :
লালমনিরহাটের হাতীবান্ধায় একটি পিস্তল ও চার রাউন্ড গুলি এবং মাদক সহ আপেল মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকালে উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী এলাকায় তার বাড়ি থেকে তাকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি সহ আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২ ব্যাগ গাঁজাও উদ্ধার করেন ।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত ও উপ-পরিদর্শক সামছুল হকসহ পুলিশের একটি দল। এ সময় আজিজার রহমানের পুত্র আপেল মিয়া (২২)-র বাড়ি থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও ২ ব্যাগ গাঁজা উদ্ধারসহ তাকে আটক করে।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আপেলের সাথে আরো কেউ জড়িত আছে কি না তা জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে বলা যাবে।