সাংবাদিকদের সাথে প্রশাসনের কোন দুরত্ব নেই : ডিসি নুসরাত সুলতানা মানবকথা মানবকথা প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৫ কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : সাংবাদিকদের সাথে প্রশাসনের কোন দুরত্ব নেই বলে জানিয়েছেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা। তিনি আরও বলেছেন, দেশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড থেকে শুরু করে সবধরনের সহায়তায় প্রশাসনকে ওতপ্রোতভাবে সহায়তা করেন সাংবাদিক ও সংবাদ মাধ্যম। তাই আমরা উন্নয়নের অগ্রযাত্রায় এক এবং অভিন্ন। কুড়িগ্রাম জেলার সাংবাদিকদের জন্য সংবাদ প্রতিবেদন বিষয়ক প্রশিক্ষণ সমাপন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপরোক্ত বক্তব্য রাখেন এবং সার্টিফিকেট প্রদান করেন- কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা। সভাপ্রধান হিসেবে বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানকে আলোকিত করেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাহফুজার রহমান খন্দকার। অনুষ্ঠান পরিচালনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইপি)’র প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকত। এসময় তার সাথে ছিলেন পিআইবি’র আব্দুস সাত্তার প্রমূখ। গত তিন দিনের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে ফটোসেশানে জেলা প্রশাসক নুসরাত সুলতানা অংশ গ্রহণ করেন এবং প্রশিক্ষণে অংশ নেওয়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উৎসাহ প্রদান করেন। SHARES সারা বাংলা বিষয়: