সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া, আয়োজনে স্পেন-বাংলাদেশ এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দের সম্মানে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৪ মার্চ) স্পেন-বাংলাদেশ এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে সৈয়দপুর ইকু রিসোর্ট পার্কে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র ও দৈনিক মানব বার্তা পত্রিকার সম্পাদক এ,জেড,এম মেনহাজুল হক, স্পেন এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক অপারেশন মঈন উদ্দিন, স্পেন এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শামিম,পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক হাবিব ইফতেখার, পার্বতীপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বকুল, প্রমুখ।

আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে পার্বতীপুর উপজেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের প্রিন্ট,ইলেকট্রনিকস ও অনলাইন সংবাদপত্রের সাংবাদিকরা হলেন বদরুদ্দোজা বুলু , আমজাদ হোসেন, মুসলিমুর রহমান, রুকনুজ্জামান বাবুল, শাহাজুল ইসলাম,মঞ্জুরুল আলম, একরামুল হক বেলাল, মাহফুজুল ইসলাম রিপন, তাজকীর হোসাইন, মাহামুদুর রহমান, সোহেল সানি, আব্দুল্লাহ আল মামুন, সাজ্জাদ হোসেন, লিমন হায়দার, জাকির হোসেন, আল মামুন মিলন, জাকারিয়া হোসেন, মিলন পারভেজ, মামুনুর রশিদ, মিজানুর রহমান, আব্দুল জলিল, মহসিন আলী, মেনহাজুল ইসলাম তারেক, উপস্থিত ছিলেন।

আলোচনা পর ইফতারের আগে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন, সৈয়দপুর দারুল উলুম মাদ্রাসার ইমাম হাফেজ মোঃ তাওহিদুর রহমান। প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান মোঃ শামীম বলেন, সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলটি এক মিলন মেলায় পরিণত হওয়াতে আমি আনন্দিত। প্রতিবার এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। এর আগে তিনি তার প্রতিষ্ঠানের বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন এবং সবাইকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে তা গ্রহণ করার আহবান জানান।