সংবাদকর্মীদের সাথে পার্বতীপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় মানবকথা মানবকথা প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫ পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে নবগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাদ্দাম হোসেনের সাথে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচ্ছন্ন, গতিশীল ও সমৃদ্ধ পার্বতীপুর গড়ার লক্ষ্যে সাংবাদিকদের সহযোগীতা চেয়ে সুচনা বক্তব্য রাখেন। এসময় জাতীয় এবং স্থানীয় বিভিন্ন দৈনিকের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাদ্দাম হোসেন ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। এরআগে তিনি নাটোর জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন। গত বুধবার (৫ মার্চ) তিনি পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পার্বতীপুর উপজেলায় দায়িত্ব গ্রহন করেন। SHARES সারা বাংলা বিষয়: