রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি প্রতিরোধ এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অংশ হিসেবে কুড়িগ্রাম শহর জামায়াতের উদ্যোগে  অদ্য বাদ জুমা কুড়িগ্রাম পুরাতন বাজার কেন্দ্রীয় জামেমসজিদ এর সামন থেকে বিশাল বিক্ষোভ মিছিল বেরিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাগত র‍্যালী ও র‍্যালী পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। শহর জামায়াতের আমীর আব্দুস সবুর খানের সভাপতিত্বে ও শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা মো: মতিউর রহমানের পরিচালনায় র‍্যালীতে  বিভিন্ন ওয়ার্ডের জনশক্তিরা অংশগ্রহণ করেন। র‍্যালীটি কুড়িগ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম কলেজ মোড়ে সমাবেশে মিলিত হয়। উক্ত সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কুড়িগ্রাম জেলার সভাপতি জননেতা এড. ইয়াসিন আলী সরকার এবং জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মু. শাহ্ জালাল সবুজ।