রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন এর নির্বাচনী তফসীল ঘোষণা ২০২৫

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫

ওবায়দুল ইসলাম বাবু :
রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন এর আসন্ন এি বার্ষিক নির্বাচন কে সামনে রেখে অদ্য প্রধান কার্যালয়, পার্বতীপুর ট্যাংকলরী টার্মিনাল, পার্বতীপুর, দিনাজপর এ নির্বাচনী তফসীল -২০২৫ ঘোষণা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার মো: মন্জুরুল আজিজ পলাশ, নির্বাচন কমিশনার বৃন্দ, পার্বতীপুর প্রেস ক্লাব এর সভাপতি মন্জুরুল আলম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো: ওবায়দুল ইসলাম বাবু, সাংবাদিক বৃন্দ, রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন এর নেতৃবৃন্দ, সুধীজন সহ শ্রমিক বৃন্দ। সকলের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী তফসীল ঘোষণা করেন যা নিম্নে উল্লেখ করা হল : খসড়া ভোটার তালিকা প্রকাশ ২২/১/২৫, বুধবার, খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহন ২৩/১/২৫, বৃহস্পতিবার, খসড়া ভোটার তালিকার উপর আপত্তি নিষ্পত্তি ২৫/১/২৫, শনিবার, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৭/১/২৫, সোমবার, মনোনয়ন পএ ফরম বিক্রয় ২৮/১/২৫ হতে ২৯/১/২৫, মঙ্গলবার ও বুধবার, মনোনয়ন পএ দাখিল ও গ্রহণ ৩০/১/২৫, বৃহস্পতিবার, মনোনয়ন পএ বাছাই ১/২/২৫ ও ২/২/২৫, শনিবার ও রবিবার, প্রার্থীদের নামের তালিকা প্রকাশ ৩/২/২৫, সোমবার, মনোনয়ন পএের উপর আপত্তি ও নিস্পত্তি ৪/২/২৫, মঙ্গলবার, মনোনয়ন পএ প্রত্যাহার ৫/২/২৫, বুধবার, চুড়ান্ত বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ ৬/২/২৫, বৃহস্পতিবার, প্রতীক বরাদ্দ ৮/২/২৫, শনিবার ও ভোট গ্রহন ২২/২/২৫, শনিবার। নির্বাচনী তফসীল -২০২৫ ঘোষণার পর সকলে করতালি দিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে অভিনন্দন জানান।

পরিশেষে প্রধান নির্বাচন কমিশনার রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এর এি বার্ষিক নির্বাচন সুষ্ঠ ভাবে পরিচালনা ও সু সম্পন্ন করতে সকলের সহযোগিতা আন্তরিক ভাবে কামনা করেন।