রংপুরে বার্ষিক কবি-লেখক মিলন মেলা ও পাঠক সমাবেশ অনুষ্ঠিত মানবকথা মানবকথা প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৪ ওবায়দুল ইসলাম বাবু : সমাজ প্রগতির জন্য শিল্প সাহিত্য কথাটি সামনে রেখে অদ্য সেন্হা নার্সিং কলেজ মিলনায়তন, আর, কে, রোড, রংপুর এ অতিথি বৃন্দ ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি, রংপুর বিভাগ সহ বাংলাদেশের বিভিন্ন জেলা যেমন মাদারীপুর, নওগা, বগুড়া, জয়পুরহাট, পটুয়াখালী, চাদপুর, গাজীপুর, বাজশাহী হতে আগত কবি, পাঠক, লেখক, সংগঠক সহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনা পর্ব শুরু হয়। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য দেন আবু নাসের সিদ্দিক তুহিন, সাধারণ সম্পাদক, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ ও শুভেচ্ছা বক্তব্য দেন দেলোয়ার হোসেন রংপুরী, সভাপতি, রংপুর বিভাগীয় কমিটি। বক্তব্যের পরে বিভিন্ন এলাকা হতে আগত কবি, লেখক তাদের কবিতা, ছড়া আবৃত্তি করেন, ফলে অনুষ্ঠান টি প্রানবন্ত হয়ে উঠে। প্রধান আলোচক প্রফেসর মোহাম্মদ শাহ আলম, ভূতপূর্ব অধ্যাপক, বাংলা, কারমাইকেল কলেজ, রংপুর বক্তব্যে বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চার বিভিন্ন দিক তুলে ধরেন। মোড়ক উন্মোচন হয় সাফল্য ম্যাগাজিন সহ, মোহাম্মদ ইয়ার আলীর গ্যাড়াকল, ঝালে ঝোলে অম্বলে, আখাম্বা বইগুলো। প্রধান অতিথি জনাব মাহমুদুল হাসান নিজামি কবি, লেখক, গবেষক, সংগঠক, সম্পাদক, দৈনিক দেশজগত সাহিত্যের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। অতিথি বৃন্দ সাহিত্য ও শিক্ষায় অবদান রাখায় কবি ও সাহিত্যিক এর মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি জয়িতা নাসরিন নাজ, প্রতিষ্ঠাতা সভাপতি, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার, বাংলাদেশ বলেন যে, সকলের সহযোগিতায় অনুষ্ঠান টি সফল হয়েছে, এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। SHARES সারা বাংলা বিষয়: