মালয়েশিয়ায় শ্রমিক যেতে না পারায় ৬ সদস্যের তদন্ত কমিটি মানবকথা মানবকথা প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জুন ২, ২০২৪ নির্ধারিত সময়ে মালয়েশিয়ায় শ্রমিক যেতে না পারার কারণ খুঁজতে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সৃষ্ট সংকট নিয়ে রোববার (২ জুন) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। শফিকুর রহমান বলেন, অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ মাহবুবকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন এবং তাদের সুপারিশ জমা দিতে বলা হয়েছে। যারা সংকট সৃষ্টির জন্য দায়ী হবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ৩১ মে পর্যন্ত ৫ লাখ ২৬ হাজার ৬৭৬ কর্মীকে মন্ত্রণালয় (প্রবাসী কল্যাণ) অনুমোদন দিয়েছে। বিএমইটির ছাড়পত্র দেওয়া হয়েছে ৪ লাখ ৯৩ হাজার ৬৪২ জনকে। আর ৩১ মে পর্যন্ত ৪ লাখ ৭৬ হাজার ৬৭২ জন মালয়েশিয়ায় গেছেন। সে হিসেবে ১৬ হাজার ৯৭০ জন যেতে পারেননি। SHARES প্রচ্ছদ বিষয়: