মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন পার্বতীপুর বাস স্ট্যান্ড কমিটি গঠিত মানবকথা মানবকথা প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৪ পার্বতীপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলায়, মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন পার্বতীপুর বাস স্ট্যান্ড কার্যকরী কমিটি গঠিত হয । গত বুধবার (৯ অক্টোবর) দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ১১৬৭ কমিটিতে মোঃ আতিকুর রহমান স্বপনকে আহ্বায়ক, মোঃ মমিনুল ইসলাম ডাক্তারকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আজ রবিবার (১৩ অক্টোবর) বেলা ১টায়, মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন পার্বতীপুর বাস স্ট্যান্ড কমিটি অনুষ্ঠানে দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি উপস্থিত থেকে আতিকুর রহমান স্বপনকে আহবায়ক, মমিনুল ইসলাম যুগ্ম আহবায়ক, করে একটি ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এসময় পার্বতীপুর প্রেস ক্লাবের সভাপতি মো: মনজুরুল আলম ও সম্পাদক মো: শাহাজুল ইসলাম,পার্বতীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সংবাদকর্মী উপস্থিত ছিলেন। জেলা নেতৃবৃন্দ কে ফুলের তোড়া দিয়ে বরন করেন নব গঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন পূর্বের ও নব গঠিত আহবায়ক কমিটি ও জেলা কমিটির নেতৃবৃন্দ। জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সম্পাদক দিক নির্দেশনা বক্তব্য সহ নব গঠিত কমিটি কে সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অদ্যকার সভার সভাপতি ও পার্বতীপুর স্ট্যান্ড কমিটির আহবায়ক আলহাজ্ব তৈয়ব আলী বক্তব্য ও আয় ব্যয়ের হিসাব প্রদান শেষে জেলা নেতৃবৃন্দের উপস্থিতি তে নব গঠিত আহবায়ক কমিটি কে দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠান টি পরিচালনা করেন মো: মমিনুল ইসলাম, যুগ্ম আহবায়ক, নবগঠিত আহবায়ক কমিটি। পরিশেষে অদ্যকার সভার সভাপতি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের দিনের সভার সমাপ্তি ঘোষণা করেন। SHARES সারা বাংলা বিষয়: