বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন মানবকথা মানবকথা প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪ কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবয়ন অনিবার্য, শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নিরলসভাবে নির্ঘুম কাজ করে শ্রমিক কল্যাণ ফেডারেশন এরইমধ্যে দেশের সকল শ্রমজীবী মানুষের অধিকার সংরক্ষণ ও মর্যাদা রক্ষায় প্রত্যক্ষভাবে রাষ্ট্রের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান পালন করে আসছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। শ্রমিক সংগঠনগুলোর মধ্যে ব্যপক সারা জাগিয়েছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ শ্রমিকদের বিভিন্ন ন্যায্য দাবী দাওয়ার সাথে একমত পোষণ করে সরকারের প্রতি উদার্ত আহবান জানিয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন কুড়িগ্রাম জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত। উক্ত সম্মেলনে পাঁচ শতাধিক সক্রিয় শ্রমিক সদস্যদের অংশ গ্রহণে ২০২৫-২৬ সালের জন্য পূনরায় জেলা কমিটির সভাপতি নির্বাচিত হন এডভোকেট ইয়াছিন আলী সরকার এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ আতাউর রহমান। ৩৫ সদস্যের জেলা কমিটি ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান সম্মেলনের প্রধান অতিথি গোলাম রব্বানী। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এডভোকেট ইয়াছিন আলী সরকারের সভাপতিত্বে এবং জেলা সংগঠনের সেক্রেটারী মোঃ আতাউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহঃসভাপতি ও অঞ্চল পরিচালক গোলাম রব্বানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আবদুল মতিন ফারুকী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক আবুল হাশেম বাদল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক মোঃ মনিরুজ্জামান জুয়েল। সম্মেলনের সমাপনী বক্তব্য রাখেন সম্মেলনের সভাপতি এবং নবনির্বাচিত সভাপতি এডভোকেট ইয়াছিন আলী সরকার। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৪, ০৭ ডিসেম্বর ২০২৪ এর অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা উপদেষ্টা কমিটির বিশেষ উপদেষ্টা মাওলানা মোঃ নিজাম উদ্দিন এবং মাওলানা মোঃ আবদুল হালিম প্রমূখ। সম্মেলনে আরও অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা’র অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষানুরাগী শিক্ষা প্রচার ও প্রসারের ক্ষেত্রে অনন্য আলহাজ্ব মাওলানা মুহাঃ নুর বখত। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবয়ন অনিবার্য, শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৪ নতুন কমিটি গঠনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে দ্বি-বার্ষিক সম্মেলনের কার্যক্রম। SHARES রাজনীতি বিষয়: