ফি’লি*স্তি’নে ই’স*রা’য়ে’লি নৃ’শং’স গ*ণহ*ত্যা ও বর্ব*রো*চি’ত হামলা’র প্রতিবাদে MASS MOVEMENT পালন করে ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখা

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৫

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ১১ই এপ্রিল (শুক্রবার) বাদ জুমআ কুড়িগ্রাম সরকারি কলেজ গেইট থেকে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে গাজাবাসির সাথে চুক্তি ভঙ্গ করে নির্মমভাবে গণহত্যার প্রতিবাদে ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কর্মসূচির আলোকে কুড়িগ্রাম জেলা শাখার Mass Movement গনআন্দলোনটি কুড়িগ্রাম পৌর বাজার হয়ে ইসলামী ব্যাংক এর সামনে সিংহচত্তরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উক্ত মিছিলে জেলা সভাপতি মুকুল হোসেন এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোশাররফ হোসেনের ব্যবস্থাপনায় ফিলিস্থিনের উপরে হামালার প্রতিবাদ জানিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জেলা সভাপতির বক্তব্যে বলেন,
ফিলিস্থিনে মুসলিম ভাই ও বোনদের উপরে নির্মম ভাবে হামলা করে বিশ্বব্যাপী মুসলিমদের কলিজায় আগুন লাগিয়েছে জালিম শক্তি ইসরাইল, এভাবে বোমার আঘাতে অসংখ্য শিশুদের জীবন বিপন্ন করেছে, পরিবার গুলোকে বিচ্ছিন্ন করে দিয়েছে, বাড়িঘর গুলোকে ধংস করে দিয়েছে,

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আরমান হোসেন কেন্দ্রীয় আইন সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

প্রধান অতিথির বক্তব্যে বলেন, মজলুম ফিলিস্তিনের পাশে বিশ্বের সকল মুসলিম ঐক্যবদ্ব ভাবে দাড়ানো আমাদের ঈমানী দায়িত্ব, এভাবে মাজলুম ভাই, বোন, শিশুদের উপর ইসরায়েল শক্তি আরো হামলা করলে বাংলাদেশ থেকে আমরাও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো, সকল মানুষদের আহবান করছি আপনারা ইসরায়েলের সকল পন্ন বয়কট করুন ।

জেলা সেক্রেটারি মোশাররফ হোসেন বলেন,
ইসরাইল কর্তৃক মজলুম মুসলিমদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সকল মুসলিমদের মধ্যে ঐক্যের ভিত্তিতে জালিমদের পরাজিত করতে হবে।

এসময় ছাত্রশিবিরের জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।