প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস’র উন্নত ঈদ উপহার পেয়ে মাহা খুশি কুড়িগ্রামের অসহায় মানুষ

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৫
কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী পেয়ে মহাখুশি কুড়িগ্রামের ন্যায্য অধিকার বঞ্চিত  অসহায় পৌরসভা ও সদর উপজেলাবাসীর প্রায় চারশতাধিক মানুষ। জানা গেছে গতকাল শুক্রবার দুপুরে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা মাঠে এবং কুড়িগ্রাম পৌর চত্বরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসহায় ন্যায্য প্রাপ্তি ও অধিকার বঞ্চিত প্রায় চার শতাধিক মানুষের মাঝে বিতরণ করা হয় উন্নতমানের শাড়ি এবং থ্রি-পিস ও ১০ কেজি করে অনেক উন্নতমানের চাউল। যা এর আগে কখনো এতো উন্নতমানের শাড়ি বা অন্যান্য কিছু বিতরণ করা হয়নি। এর আগে যত কাপড় বিতরণ করা হয়েছে তা ছিল একেবারেই অনুন্নত এবং খাবার অযোগ্য চাউল। গত ঈদের সময় বিগত সরকারের দেওয়া চাউল ছিল পোকার আক্রমণ ও খাবার অযোগ্য চাউল। উক্ত চাউল বিতরণ কালে কুড়িগ্রামের উলিপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু চাউল আটকে দিয়েছিলেন এবং জবাব দিহিতার আওতায় এনেছিলেন উলিপুর উপজেলা খাদ্য কর্মকর্তাকে। এবারেই প্রথম এতো উন্নতমানের চাউল এবং শাড়ি চারশত শাড়ি গরিব অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলার অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা,
উপপরিচালক স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক উদীয়মান তরুণ নেতা আব্দুল আজিজ নাহিদ, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মাহমুদুল হাসান লিমন,  জাহিদ হাসান মুখ্য সংগঠক সাদিকুর রহমান সংগঠক আলমগীরসহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাবৃন্দ।
কুড়িগ্রাম পৌরসভা এবং কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা মাঠে শুক্রবার দুপুরে এই প্রোগ্রাম বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার প্রচার বিভাগ।