পার্বতীপুরে সার্টিফিকেট বিতরন কর্মসূচি অনুষ্ঠিত মানবকথা মানবকথা প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৪ ওবায়দুল ইসলাম বাবু : অদ্য পার্বতীপুর টেকনিক্যাল এন্ড এগ্রিকালচার কলেজ ভেন্যুতে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি স্টার রেলি প্রজেক্ট এর এমসিপি ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর রিলাই প্রকল্পের অর্থায়নে ও ব্রাক এর বাস্তবায়নে Factory Based Apprenticeship Training on Skills Development Programme এ ড্রেস মেকিং, বিউটি পার্লার এন্ড সেলুন, মোটরসাইকেল সার্ভিসিং এন্ড মেকানিক, মোবাইল ফোন সার্ভিসিং ট্রেডে ২৯ জন এমসিপি ও ৬০ জন প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াকুব আলী জেলা ব্যবস্থাপক এসডিপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএফ দিনাজপুর জেলা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ কাজী কাহাফুল ওয়ারা সালামী লিখন, পার্বতীপুর টেকনিক্যাল এন্ড এগ্রিকালচার কলেজ, আমিরুল ইসলাম, এরিয়া ম্যানেজার (দাবি), ব্র্যাক, মোঃ শাহনেওয়াজ সরকার ক্লাস্টার অফিসার – ৬ নং পার্বতীপুর ক্লাস্টার ও প্রশিক্ষনার্থীবৃন্দ। প্রোগ্রাম অর্গানাইজার আবু নাঈম প্রোগ্রামের বিস্তারিত রিপোর্ট তুলে ধরেন। তিনি বলেন, পাঁচটি ট্রেডে ৫ জন টিটি, ১ জন পিয়ার লিডার ও ২৯ জন এমসিপি মাধ্যমে ৬০ জন প্রশিক্ষণার্থীকে এ প্রশিক্ষণ দেওয়া হয় । অতিথি বৃন্দ পার্বতীপুর শাখা ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির পক্ষ হতে প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন। কর্মসূচী সঞ্চালন করেন প্রোগ্রাম অর্গানাইজার আবু নাঈম। পরিশেষে সকলে কর্মসূচির সাফল্য, উন্নতি ও আত্ম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। SHARES সারা বাংলা বিষয়: