পার্বতীপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়নে সেমিনার

প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২৪
সোহেল সানী, প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে এই শীর্ষক মিনার অনুষ্ঠিত হয়।
পার্বতীপুর উপজেলা সমাজ সেবা কার্যালয় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার তাপস রায়। সেমিনারে বিভিন্ন কলেজ, স্কুলের প্রধান ও বিভিন্ন স্তরের সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।