পার্বতীপুরে সরকারি রাস্তার ১৩ গাছ কাটলো জনৈক প্রভাবশালী

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিন-দুপুরে প্রকাশ্যে দিবালোকে দিনাজপুরের পার্বতীপুরে সরকারি রাস্তার ১৩টি ইউক্লিপটাস গাছ কাটলো জনৈক প্রভাবশালী।

আজ বুধবার প্রকাশ্যে দিবালোকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ চকপাড়া ঠাকুরবাড়ী পাকা রাস্তার দক্ষিণে ১৩টি ইউক্লিপটাস গাছ কাঁটা হয়েছে। গাছগুলো ২৩ হাজার টাকায় কিনেছেন উপজেলার বছিরবানিয়ার বাজারের সিফাত ফার্নিচার এর মালিক মো: এরশাদ হক। তিনি জানান, জাহানাবাদ চকপাড়া ঠাকুরবাড়ী গ্রামের মনিরুজামান মনুর কাছ থেকে ১৩টি ইউক্লিপটাস গাছ ২৩ হাজার টাকায় কিনেছেন। সরকারি গাছ কিভাবে কিনলেন জানতে চাইলে, বলেন ভাই ভুল হয়ে গেছে। বিয়ষটি মিটমাট করে নেয়ার কথা বলেছে গাছ মালিক। ভাই কোন ঝামেলায় যেতে চাইনা। এবিষয়ে জাহানাবাদ চকপাড়া ঠাকুরবাড়ী গ্রামের মনিরুজামান মনু বলেন, তিতি দাবী করেন ১০ বছর আগে আমি এসব গাছ লাগিয়েছি। এই গাছ আমি লাগিয়েছি এটা আমার, কোন সরকারি গাছ নয়। রাস্তার সাথে মিশে গেছে বলে তো সরকারি রাস্তার গাছ নয়। ইউনিয়ন পরিষদে গাছ কাটার বিষয়ে জানানো হয়েছে কিনা জানতে চাইলে, না বলা হয়নি। আমার গাছ আমি কাটবো কাকে বলবো।

এব্যাপারে ৬নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিম বলেন, আমি মনিরুজামান মনু কে বলেছি যে ভাবে হোক গাছগুলো ইউনিয়ন পরিষদে পৌছানোর জন্য। কিন্তু সন্ধ্যা পোনে ৭টা পর্যন্ত তিনি গাছগুলো পৌছায়নি। ৫নম্বর চন্ডিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো: আখতার আহসান বলেন, রাস্তার পাশে সরকারি গাছ কাটার বিষয়টি জানার পর দ্রুত ঘটনাস্থলে দুই গ্রামপুলিশ কে পাঠিয়েছি। গাছগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদে আনার জন্য। সরকারি রাস্তার গাছ দাবি করা ব্যক্তি ও গাছ কেনা ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে তিনি জানান।