পার্বতীপুরে মডেল থানায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৫

পার্বতীপুর প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুর মডেল থানার আয়োজনে পবিত্র মাহে রমজান  উপলক্ষে আজ শুক্রবার (২৮ মার্চ) এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পার্বতীপুর মডেল থানা চত্ত্বরে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান। অনুষ্ঠানের প্রধান আয়োজক মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম এর সভাপতিত্বে উক্ত দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন, সাবেক  সংসদ সদস্য পার্বতীপুর উপজেলা বিএনপি’র সভাপতি এ,জেড,এম রেজওয়ানুল হক, সাবেক মেয়র উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এ,জেড,এম মেনহাজুল হক, সাবেক যুবদল নেতা মাহফুজুল ইসলাম মাসুম, জামায়াতের থানা আমির ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি আবু সায়েম শাহ, পৌর আমির খন্দকার আশরাফুল আলম, উপজেলা বাইতুল মাল সেক্রেটারি  গোলাম মুক্তাদী মুন্না, জাতীয় নাগরিক পার্টি’র দিনাজপুর ৫ আসনের সম্ভাব্য প্রার্থী ডাক্তার মো: আহাদ আলী, জাতীয় নাগরিক পার্টির পার্বতীপুর প্রতিনিধি অ্যাডভোকেট তরিকুল ইসলাম, পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল হুদা, সেক্রেটারি হাবিব ইফতেখার।

এছাড়াও  আরও অংশগ্রহণ করেন উপজেলা বিএনপি, উপজেলা জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির, সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা, পার্বতীপুরের কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে দেশ ও জাতির সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং দোয়া শেষে সকল রোজাদার ব্যক্তিরা ইফতারে অংশগ্রহণ করেন।