পার্বতীপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৪

বিশেষ প্রতিনিধি : ”সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার”এই প্রতিপাদ্য নিয়েই পার্বতীপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে একটি বনাঢ্য শোভাযাত্রা ও হেলথ ক্যাম্পইনের মধ্যে দিয়ে আজ ১৪ নভেম্বর সকাল ৯ টা ৫৩ মিনিট মোহাম্মদ হোসেন শিশু ও শিক্ষা ফাউন্ডেশন পক্ষ থেকে একটির্্যালী পার্বতীপুর শহর প্রদক্ষিণ করে নিজ কার্যালয়ে এসে শেষ হয় ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মোহাম্মদ হোসেন শিশু ও শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি আজিজুর রহমান সালামি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , দিনাজপুর জেলা হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান ডা আলতাফ হোসেন, ডা হোসেন তৌফিক ইমাম, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লিখন সরকার,উক্ত ফাউন্ডেশন পরিচালক ডা মোঃ মোফাক্ষারুল ইসলাম, পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি মন্জুরুুল আলম, সাধারণ সম্পাদক মোঃ শাহাজুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পার্বতীপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহফিজুল ইসলাম মাহফুজ। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।