পার্বতীপুরে পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও প্রধান অফিস সহকারী অপসারণের দাবিতে মানব বন্ধন মানবকথা মানবকথা প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৪ ওবায়দুল ইসলাম বাবু পার্বতীপুর প্রতিনিধি : অদ্য পার্বতীপুর উপজেলার ছাএ জনতা, পার্বতীপুর, দিনাজপুর এর আয়োজনে পেীরসভা চত্বরে পার্বতীপুর পেীরসভার গোপন নিয়োগ প্রক্রিয়ায় জড়িত নির্বাহী প্রকৌশলী মো: নজরুল ইসলাম ও মো: মিজানুর রহমান, প্রধান সহকারী অপসারন এবং পার্বতীপুর পেীরসভার গোপন নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবীতে বঞ্চিত চাকুরী প্রত্যাশীদের মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলার ছাএ জনতা সহ আরো অনেকে। মানব বন্ধনে বক্তব্য প্রদান করেন আফছানা খাতুন লিপটি, কম্পিউটার অপারেটর, পার্বতীপুর পেীরসভা, পার্বতীপুর ছাএ জনতার পক্ষে মাহাবুর রশিদ সংগ্রাম, রবিউল ইসলাম বাবু সহ আরো অনেকে। SHARES সারা বাংলা বিষয়: