পার্বতীপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসার যোগদান

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৫

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোঃ সাদ্দাম হোসেন।
জানা গেছে, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানকারী মোঃ সাদ্দাম হোসেন ৩৬ তম বিসিএস (প্রশাসন) এর চৌকস অফিসার। এর আগে তিনি নাটোর জেলা প্রশাসক এর কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার অধিবাসী।

পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুনকে অন্যত্র বদলী হয়ে যাওয়ায় পদটি শুন্য হয়। যোগাযোগ করা হলে নতুন ইউএনও মোঃ সাদ্দাম হোসেন পার্বতীপুর উপজেলায় তাঁর যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (৫ মার্চ) বিকেলে নতুন ইউএনও যোগদানের পর পার্বতীপুর অফিসার ক্লাবের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। এ ছাড়াও বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।