পার্বতীপুরে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু মানবকথা মানবকথা প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৪ সোহেল সানী, প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় উপজেলা কৃষি দপ্তর চত্বরে তিনদিন ব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়। পার্বতীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পার্বতীপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন। এ সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন। বক্তব্য রাখেন, পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনিন মোমিন, মহিলা ভাইসচেয়ারম্যান সুলতানা নাসরিন ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাজিব হোসেন। উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২ হাজার ৬শ কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ৫ কেজি করে উন্নতজাতের রোপা আমন ধানবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। মেলায় ১০ টি স্টল প্রদর্শন করা হয়েছে। এর আগে র্যালি শহর প্রদক্ষিন করে। রেলী শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। মেলা আগামী ২৮ জুন শেষ হবে। SHARES সারা বাংলা বিষয়: