পার্বতীপুরে জাতীয় সমবায় দিবস পালিত মানবকথা মানবকথা প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৪ ওবায়দুল ইসলাম বাবু পার্বতীপুর : সারা দেশের ন্যায় পার্বতীপুরে উপজেলা প্রশাসন ও সমবায় অফিস, পার্বতীপুর, দিনাজপুর এর আয়োজনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় হল সমবায়ে গড়বো দেশ, বৈষম্য হীন বাংলাদেশ। দিবসের শুরুতে উপজেলা নির্বাহী অফিসার জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করেন। উপজেলা পরিষদ হলরুম, পার্বতীপুরে সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা সমবায় কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন ও বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর উপস্থিত ছিলেন এবং উভয়েই আলোচনা সভায় বক্তব্য রাখেন। এছাড়া আরো বক্তব্য রাখেন সেন্ট্রাল কো-অপারেটিভ সেলস অ্যান্ড সাপ্লাই লি: সভাপতি হারুন অর রশিদ ও এসডিএফ এর পরিচালক তাজুল ইসলাম। পরিশেষে অতিথি বৃন্দ উপজেলার ১০ জন শ্রেষ্ঠ সমবায়ীর মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। SHARES সারা বাংলা বিষয়: