পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪

ওবায়দুল ইসলাম বাবু পার্বতীপুর :
পার্বতীপুর উপজেলা বিএনপি, পেীর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্দোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ,জেড, এম রেজওয়ানুল হক, সদস্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সভাপতি উপজেলা বিএনপি, পার্বতীপুর সহ সাবেক পেীর মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জনাব এ,জেড, এম মেনহাজুল হক, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন, বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন হতে আগত নেতৃবৃন্দ, সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড হতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্দোগে নেতৃবৃন্দ, কর্মী সহ মিছিল নিয়ে শহীদ মিনারে দলে দলে প্রবেশ করেন এবং আলোচনা সভা কে প্রানবন্ত করে তুলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বিভিন্ন আন্দোলন, গত ৫ ই আগস্ট ২০২৪ এ যারা শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা, আগামীতে বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান নেতৃত্বে সকল কে একযাগে কাজ করা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

পার্বতীপুর উপজেলা বিএনপির নির্বাহী কমিটির অন্যান্য সদস্য, পার্বতীপুর পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, মৎস্যজীবী দল, মহিলাদল, জাসাস, জেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত বিএনপি’র বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন নেতৃবৃন্দ বক্তৃতা দেন। আলোচনা সভার সভাপতি জনাব মো: আতিয়ার রহমান, সভাপতি, পেীর, বিএনপি বক্তব্যে বলেন আলোচনা সভা সফল হয়েছে। পরিশেষে সংগঠন কে শক্তিশালী করার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।