পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৪

আমজাদ হোসেন পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে চন্ডিপুর ইউনিয়নের বড় হরিপুর ও চৈতাপাড়া গ্রামের যৌথ উদ্যোগে চৈতাপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,মিজানুর রহমান (সিয়াম) সিনিয়র যুগ্ম আহব্বায়ক, পৌর স্বেচ্ছাসেবক দল ও সভাপতি, উপজেলা শাখার ব্যাটারী চালিত রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, পার্বতীপুর।

আব্দুল হামিদ সরদারের সভাপতিত্বে, আফসানা ট্রেডার্স স্বত্বাধিকারী আব্দুল্লাহ সরকার এর পৃষ্ঠপোষকতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রবিউল ইসলাম (বাবু), জাহাঙ্গীর আলম, দিদারুল ইসলাম দিদার,আলহাজ্ব মোঃ এছার উদ্দীন সরদার,রফিকুল ইসলাম রফিক,বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান বাবু, মতিয়ার রহমান, আবুবকর সিদ্দিক,আশরাফ আলী, গোলাম ফারুক সহ অনেকে।

ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে ৩টি গ্রুপ ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
তিনটি গ্রুপ চাম্পিয়ান হয়েছেন নওগাঁর হালিমা অতিথিবৃন্দ চ্যাম্পিনের পুরস্কার হালিমার হাতে তুলে দেন।