পার্বতীপুরে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৪

ওবায়দুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি :
দিনাজপুরের পার্বতীপুর ফসলের মাঠের যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। ফসলের মাঠ যেন সবুজের সমারোহ। কৃষকের মনে দোলা দিচ্ছে অন্যরকম আনন্দ। চলতি বছর আমন মৌসুমে শুরুতে বৃষ্টিপাত কম হলেও এখন সময়মত বৃষ্টিপাত হওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলায় আমনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস তথ্য সূত্রে জানা যায় চলতি রোপা আমন মেীসুমে অর্থাৎ ২০২৪-২৫ মেীসুমে ১০ টি ইউনিয়ন ও ১ টি পেীরসভার আওতায় অর্থাৎ ৩১ টি ব্লকে ২৮৮৮২ হেক্টর জমিতে আবাদের ও ৯৩২৩৫ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি মেীসুমে হাইব্রিড ধানী গোল্ড, তেজ গোল্ড, এজেড ৭০০৬ ও উফসী ব্রি ধান ৫১, ব্রি ধান ৫৭, ব্রি ধান ৮৭, বিনাধান ১৭ ইত্যাদি জাত সমূহ চাষাবাদ হচ্ছে।

প্রনোদনা কর্মসূচির আওতায় ২৬০০ কৃষকের মাঝে উফসী বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি করে সার বিতরন করা হয়েছে।গত বছর অর্থাৎ ২০২৩-২৪ মেীসুমে রোপা আমনে ২৮৮৮২ হেক্টর জমিতে ৯০৫১৪ মেট্রিক টন চাল উৎপাদন হয়েছিল। গত বছরের তুলনায় চলতি বছর ২৮৮৮২ হেক্টর জমিতে চাল উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৩২৩৫ মেট্রিক টন অর্থাৎ গত বছরের উৎপাদনের তুলনায় ২৭২১ মেট্রিক টন বেশী।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মাঠ পর্যায়ের কর্মকর্তা বৃন্দ ফসল পরিদর্শন, কারিগরী সহায়তা ইত্যাদি সহ বিভিন্ন ধরনের সহায়তা কৃষকের মাঝে প্রদান করে আসছে। উৎপাদন বাড়লে কৃষকের পুষ্টি চাহিদা মিটানোর পর বাজারজাতকরন, বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি সহ কর্মসংস্থান এর সুযোগ সৃষ্টি হতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তা গন চলতি রোপা আমন মেীসুমে ফলন বৃদ্ধি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।