পার্বতীপুরের বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪

ওবায়দুল ইসলাম বাবু পার্বতীপুরঃ
দিনাজপুর পার্বতীপুর উপজেলার ৩ নং রামপুর ইউনিয়নের কুমারপাড়ায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত।

মানুষ মানুষের জন্য কথা কে সামনে রেখে দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন, দর্শনা, রংপুর এর পরিচালনায় এবং অজয় সরকার, এসএসসি -৮৬ ব্যাচ, পার্বতীপুর এর সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

আজ সকাল ৯ টা হতে দুপুর ১ টা পর্যন্ত চলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনাব হায়দার আলি, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী সহ বিশেষ অতিথি, সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় হত দরিদ্র জনগোষ্ঠির মধ্য হতে চোখের ছানি রোগী বাছাই করা। মোট ১৮ টি ছানি রোগি সনাক্ত করা হয়েছে এবং এছাড়া ও চশমা প্রদান করেছে ২০-২৫ জন কে। প্রধান অতিথি বলেন যে, চিকিৎসা সেবায় এটিও একটি মহৎ কাজ, যা এলাকার মানুষের মাঝে সাড়া জেগেছে এবং মানুষের সেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন, দর্শনা, রংপুরের নিকট হতে। দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন স্বাস্থ্য সেবা মূলক কাজে সহায়তার আশ্বাস দেন।

পরিশেষে অজয় সরকার বলেন যে, এলাকাবাসী সহ এসএসসি -৮৬ ব্যাচ, পার্বতীপুর, দিনাজপুর পরামর্শ দিয়ে সহায়তা করেছেন, বিধায় কর্মসূচি টি সফল, স্বার্থক ও সুন্দর হয়েছে, এজন্য উনি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।