ডিমলায় শিক্ষকদের ১০ম গ্রেড ও ৯ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন মানবকথা মানবকথা প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৪ মোঃআসাদুজ্জামান পাভেল, ডিমলা(নীলফামারী) প্রতিনিধিঃ “প্রধান ও সহকারী ঐক্য গড়ি,ন্যায্য দাবি আদায় করি” এই শ্লোগানে অভিজ্ঞতা,সম্মান ও তারুণ্যের মিলনে হোক আগামীর প্রাথমিক শিক্ষা সংস্কার, মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে শতভাগ পদোন্নতিসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের ১দফা ১দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ডিমলা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। ২রা অক্টোবর বুধবার বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ ডিমলা শাখার আয়োজনে বিকাল ৩ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সমন্বয়ক মুহাম্মদ তাজউদ্দিন, হাসিম উল ফারুক ডলার, আমজাদুল হক, রায়হান ইবনে আবেদীন, আসাদুজ্জামান কমল,শামছুল হক,নূর আলম প্রমুখ। বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কোমলমতি শিশুশিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্নদর্শনে উদ্বুদ্ধ করেন। পড়াশোনা শেষ করে নতুন নিয়োগ পাওয়া একজন সহকারী শিক্ষক ১৩ তম গ্রেডে মাসিক যে বেতন পায় সে বেতনে সংকুলান না হয়ে অনেক ক্ষেত্রে ঋনের বোঝা মাথায় নিয়ে হতাশা ও মনোকষ্ট নিয়ে যাপিত জীবন অতিবাহিত করেন। মাসিক এ বেতন ভাতা দিয়ে কখনো উন্নত জীবনমান সম্ভব নয়। আর এই কারনেই মেধাবীরা প্রাথমিক শিক্ষকতা পেশায় না এসে অন্য পেশায় ছুটছেন। অন্তর্বর্তীকালীন সরকারের নোবেল বিজয়ী মাননীয় প্রধান উপদেষ্টা বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মানে দৃঢ় প্রত্যয়ী। উন্নত সুখী, সমতার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। প্রাথমিকের কোমলমতি শিক্ষার্থীদের যোগ্য ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিকের শিক্ষকতা পেশায় মেধাবীদের আকৃষ্ট করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা আশু প্রয়োজন। সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ এবং মেধাবীদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে শতভাগ পদোন্নতি সহ সহকারী শিক্ষকদের ১০ম ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়ন খুবই প্রয়োজন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। SHARES সারা বাংলা বিষয়: