ডিমলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৪

মোঃআসাদুজ্জামান পাভেল,ডিমলা(নীলফামারী) প্রতিনিধিঃ “শিক্ষকের কন্ঠস্বর,শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকর” এই শ্লোগানে ডিমলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ অক্টোবর শনিবার সকাল ১১ টায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণের সমন্বয়ে একটি বিশাল র্যালী শহরের প্রধান- প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ আফরোজা বেগম। ডিমলা বিএমআই কলেজের সহকারী শিক্ষক মোঃস্বপনুজ্জামান স্বপনের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, ডিমলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট এর অধ্যক্ষ মোঃ আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডিমলা সরকারী মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃমোখলেছুর রহমান,ডিমলা রানী বৃন্দা রানী সরকারী উ্চ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাফুজুল হক,ডিমলা মুন্সিপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃতহিদুল ইসলাম,দিলরুবা মহিকুল বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা মোঃ মহিকুল ইসলাম,শালহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির প্রতিনিধি মুহাম্মদ তাজউদ্দিন প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নত হতে পারেনা। একটি দেশকে উন্নত করতে শিক্ষার বিকল্প নাই। তাই সরকারী- বেসরকারী শিক্ষকদের মধ্যে কোন প্রকার বৈষম্য না রেখে সমন্বয় করা প্রয়োজন।শিক্ষকরা পিছিয়ে পড়লে হবেনা। আগামীর সুন্দর ভবিষ্যৎ বিনির্মানে শিক্ষকদের অগ্রনায়ক হিসেবে কাজ করতে হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারনে উপস্থিত থাকতে পারেননি।