জনগণের জন্য নয় নিজের উন্নয়নে কাজ করেছে শেখ হাসিনা : আমীর খসরু মাহমুদ চৌধুরী

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৪

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:
বিএনপির স্থায়ী কমিটি’র সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে সম্মিলিত ভাবে এ যাত্রায় আমাদের জয়ী হতে হবে।

শেখ হাসিনা স্বৈরশাসক ছিলেন,জনগণের উন্নয়নের জন্য নয় নিজের ও নিজ দলের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন। তাই তাকে জনগন বিতারিত করেছে। শেখ হাসিনা পলায়ন করেছে এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

মঙ্গলবার বিকেলে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত সদর উপজেলার বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন এখন দেশে পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন আমাদের ধারন করতে হবে। আমরা যদি ধারন করতে পারি, যে স্বপ্নের বাংলাদেশের কথা আমরা ভাবছি সেটা আমরা করতে পারবো। বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এসময় সিনিয়র যুগ্ম মহসচিব মোয়াজ্জেম হোসেন আলাল সহ রংপুর বিভাগের ৮ জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।