গাজায় নৃশংস গণহত্যার ধিক্কার জানিয়ে দিনব্যাপী কুড়িগ্রামে বিক্ষোভ কর্মসূচি পালিত মানবকথা মানবকথা প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫ কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : গাজায় উপর্যুপরি বিমান হামলা চালিয়ে নৃশংস গণহত্যার তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সমমনা রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও ধর্মপ্রাণ মুসলমানেরা বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন রোববার। এরই অংশ হিসেবে ৭ এপ্রিল সোমবার কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে বিপুলসংখ্যক জামায়াতের নেতাকর্মীদের অংশ গ্রহণে জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আবদুল মতিন ফারুকী এবং জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিনের নেতৃত্বে সুশৃঙ্খলভাবে জেলা জামায়াতের অফিস থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম আদর্শ পৌর বাজার সংলগ্ন উপজেলা মডেল মসজিদের প্রধান গেটে প্রতিবাদ সমাবেশ করেছে। এতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, কুড়িগ্রাম ২ আসনের জন্য এমপি পদপ্রার্থী এডভোকেট ইয়াছিন আলী সরকার প্রমূখ। গাজায় ই*জ*রাইলী গণ*হত্যার প্রতিবাদে আহুত Global Strike এ বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে পূর্ণ ও স্বক্রিয় সমর্থন ঘোষণা করে তা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং কুড়িগ্রাম নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরাসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে। SHARES সারা বাংলা বিষয়: