খানসামায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মানবকথা মানবকথা প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪ 0-4608×3466-0-0# মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) বিকেলে পাকেরহাটে উপজেলা যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও কেক কাঁটা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন। উপজেলা যুবদলের সদস্য সচিব ওবাইদুর রহমান মুন্সীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সাঈদ আহমেদ সেলিম বুলবুল ও সফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, জেলা পরিষদের সাবেক সদস্য শরিফুল ইসলাম প্রধান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। SHARES রাজনীতি বিষয়: