কোন একদিন স্বপ্ন পূরীতে

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪

কোন একদিন স্বপ্ন পূরীতে

স্বপ্নলোক হলো একটি সম্প্রদায় বা সমাজ, যেটি উচ্চ মাএায় কাঙ্খিত বা পরিপূর্ণ বৈশিষ্ট্যের অধিকারী। একে স্বপ্নরাজ্য, স্বপ্ন পূরী, কল্পলোক, কল্পরাজ্য, কল্পভূবন ইত্যাদি সমার্থক শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে ডাকা হতে পারে।

তথ্যসূত্রে জানা যায় মাএ ৭ একর ৩৮ শতাংশ জমি নিয়ে ব্যক্তিগত উদ্দোগে ১৯৮৯ সালের প্রথমের দিকে নবাবগঞ্জ উপজেলার আফতাবগন্জে স্বপ্নপূরীর কার্যক্রম শুরু হয়েছিল। বর্তমানে তা স্বপ্নপূরী পিকনিক স্পট বা বিনোদন কেন্দ্র, যা দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাব গন্জে প্রায় ৪০০ একর জমির জমির উপর প্রতিষ্ঠিত। চিত্ত বিনোদন ও প্রাকৃতিক দৃশ্য উপভোগের জন্য কৃত্রিম লেক, পাহাড়, উদ্যান, বৈচিত্র্যময় গাছপালা, শিশুপার্ক, কৃএিম ঝর্ণা, বিভিন্ন ভাস্কর্য ইত্যাদি রয়েছে। পর্যটকদের রাএি যাপনের সুবিধার জন্য রয়েছে সন্ধাতারা, নীলপরি, নিশিপদ্ম সহ ভিআইপি কটেজ। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত হতে বাস ও ট্রেন যোগে যাতায়াতের সুবিধা রয়েছে। এসব বিষয় মাথায় রেখে যাওয়ার চিন্তা মাথায় আসে। এরই ধারাবাহিকতায় কোন একদিন পরিবার সহ স্বপ্নপূরীতে যাওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল সরেজমিনে বিভিন্ন দৃশ্য উপলব্ধি করা, স্হানীয় কৃস্টি কালচার, আচার ব্যবহার ইত্যাদি বিষয়ে ধারণা নেওয়া। যেয়ে দেখি দেশের বিভিন্ন প্রান্ত হতে পরিবার পরিজন, বন্ধু বান্ধবী সহ ঘুরতে এসেছে অনেকে। এ যেন এক মহা মিলনের জায়গা, যা না দেখলে বুঝা মুশকিল। সে যাক, আসি অন্য প্রসঙ্গে। পর্যটন কেন্দ্র কে ঘিরে গড়ে উঠেছে ভিতরে ও বাইরে ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান, ভ্রাম্যমান ফেরি ব্যবসা ইত্যাদি। আয়ের পথ সহ কর্মসংস্থান এর সুযোগ সৃষ্টি, দর্শনার্থীদের চাহিদা নিবারন সহ বিভিন্ন অবকাঠামো গড়ে উঠছে। যা একালার পরিচিতি, ধারনা বৃদ্ধি ও উন্নয়নে সহায়ক হবে।

এছাড়াও দিনাজপুর জেলার ইতিহাস অত্যন্ত প্রাচীন ও সমৃদ্ধ। সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্য মন্ডিত দিনাজপুর জেলা চাল, লিচু, আম ইত্যাদি উৎপাদনে যথেষ্ট অবদান রাখে। উল্লেখযোগ্য দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনার মধ্যে রয়েছে কান্তজীর মন্দির, রামসাগর দীঘি, রাজবাড়ী, নয়াবাদ মসজিদ ইত্যাদি। সেযাক ঘুরলে কিছুটা ধ্যান, ধারনা, মনের প্রশান্তি বাড়ে। পর্য়টন কে ঘিরে আগ্রহ বাড়ছে। সর্বোপরি ভালোই লেগেছে, নিজেকে আরো ভ্রমণ সহ নিত্য নতুন বিষয়ে জানার আগ্রহ মনে নাড়া দেয়।

তথ্য সূএ সহায়তা : উইকিপিডিয়া ও ওয়েব সাইট।