কুড়িগ্রাম জেলা প্রশাসক উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান:
কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানার উদ্যোগে শনিবার ২৫ জানুয়ারী কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা মাঠে সাড়ে সাত শতাধিক শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

কম্বল বিতরণে জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত থেকে বিতরণ করছেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) বি. এম কুদরত-এ-খুদা, কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল মতিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির আহবায়ক বীর আবদুল আজিজ নাহিদ, যুগ্ম আহবায়ক প্রকৌশলী মাহমুদুল হাসান লিমন সহ আরও অনেকে।