কুড়িগ্রাম জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে মাঠ পরিদর্শন মানবকথা মানবকথা প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫ কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : বাংলাদেশ জামায়াতে ইসলামী, জেলা জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে কুড়িগ্রাম সরকারী কলেজের মাঠ পরিদর্শন করেন জামায়াতের নেতৃবৃন্দে ও কর্মীগণ। আগামী ২৪শে জানুয়ারী কুড়িগ্রাম সরকারী কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনকে যথাযথভাবে সুচারুরূপে বাস্তবায়ন করার লক্ষ্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম এবং রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন ১৭ জানুয়ারী শুক্রবার মাগরিবের নামাজের পূর্বক্ষণে কুড়িগ্রাম সরকারী কলেজের মাঠ পরিদর্শন করেন এবং জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আবদুল মতিন ফারুকী, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিন, জেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য এডভোকেট ইয়াছিন আলী সরকার এবং কুড়িগ্রাম পৌর জামায়াতের আমীর মোঃ আব্দুস সবুর খান, সেক্রেটারী মতিউর রহমানসহ অন্য নেতৃবৃন্দের সাথে সংক্ষিপ্তভাবে প্রস্তুতি মূলক বৈঠক করেন এবং দিকনির্দেশনা দেন। এদিকে তীব্র ঠান্ডা উপেক্ষা করে জেলা জামায়াতের পক্ষ থেকে জেলার বিভিন্ন উপজেলায় উপজেলা আমীরসহ অন্যান্য নেতাকর্মীদের সাথে যোগাযোগ এবং পোস্টারিং কার্যক্রম যথাযথভাবে করে আসছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪শে জানুয়ারী কুড়িগ্রাম কলেজ মাঠের কর্মী সম্মেলনে জেলার সর্বস্তরের নেতাকর্মীগণ উপস্থিত থেকে আমীরে জামায়াত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা শফিকুর রহমানের বক্তব্য শুনবেন বলে জানা গেছে। SHARES রাজনীতি বিষয়: