কুড়িগ্রামে ২৪ কেজি গাঁজা, ৭২০ পিচ ইয়াবাসহ ৫ জনকে আটক মানবকথা মানবকথা প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫ কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : জেলার উত্তর সীমান্ত লাগোয়া ফুলবাড়ী থানার একটি চৌকস টিম ২০ কেজি গাঁজাসহ ফুলবাড়ী থানাধীন উত্তর কাশিপুর মৌজাস্থ মাদক কারবারী জয়মুদ্দিন (৬৫)কে আটক করেছে পুলিশ। আটক জয়মুদ্দিনের বসতবাড়ীর আঙ্গিনার মাটির নিচে বিশেষ কায়দায় প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত চারটি পোটলায় ২০ কেজি গাঁজা উদ্ধার উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করেছে তাকে। এদিকে, কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুল ব্যাগে মাদক পরিবহনের সময় ৪ কেজি গাঁজাসহ ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ জানা গেছে- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম ২৩ মার্চ ২০২৫ তারিখ সকাল আনুমানিক ৬ ঘটিকার সময় নাগেশ্বরী পৌরসভাধীন মাল ভাঙ্গা ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তার উপর স্কুল ব্যাগে করে মাদক পরিবহনের সময় ০৪ কেজি গাঁজাসহ নাগেশ্বরী রায়গঞ্জ রাঙ্গালীর বস এলকাার মাদক কারবারি মোঃ আব্দুল গফুর (৪০), মোহাম্মদ শাহানুর আলম (৪৫) ও মোহাম্মদ খোকন মিয়া (২৭) দেরকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বলেন নাগেশ্বরীর রায়গঞ্জে মাদক কারবারিগণ অভিনব কায়দায় স্কুল ব্যাগে মাদক পরিবহনের সময় ০৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারী নাগেশ্বরী থানা পুলিশের হাতে গ্রেফতার হয় । উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নাগেশ্বরী ও ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। অপরদিকে, কুড়িগ্রাম জেলার উত্তর এবং উত্তরপূর্ব সীমান্ত লাগোয়া কচাকাটা থানা পুলিশের একটি চৌকস টিম কচাকাটা থানাধীন নারায়নপুর ইউনিয়নের বালারহাট গ্রামের মাদক কারবারী রফিকুল ইসলাম (৪৪)’কে তার নিজ বসতবাড়ি থেকে ৭২০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার এবং ওসি ডিবি মোঃ মোজাফফর হোসেন বলেন, জেলার ফুলবাড়ী, নাগেশ্বরী ও কচাকাটা থানা এলাকায় গোপন ইনফরমেশনের ভিত্তিতে অভিযান চালিয়ে- ৭২০ পিস ইয়াবাসহ ১ জন, ২০ কেজি গাঁজাসহ ১জন এবং ৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ । উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কচাকাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি। SHARES সারা বাংলা বিষয়: