কুড়িগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীকে পিটিয়ে জখম করলো ছাত্রদল যুবদল মানবকথা মানবকথা প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪ জেলা প্রতিনিধি কুড়িগ্রাম : বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীকে পিটিয়ে জখম করলো কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান আকাশ, পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সাওয়ানুল হক জীম, মজিদা কলেজ ছাত্রদলের সদস্য সচিব নাঈম ইসলাম অসীম, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক সাজেদুল ইসলাম হ্যাভেন এবং তাদের অনুসারীরা। ঘটনার বিবরণ থেকে জানা যায়, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আওয়ামী দোসর ভিসির পদত্যাগ এবং আঞ্চলিক বৈষম্য দূরীকরণের দাবিতে কর্মসূচি পালিত হয় গত বৃহস্পতিবার। কর্মসূচিতে বাধা প্রদান করে কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আকাশ এবং তার অনুসারীরা। এরপর ওইসব ঘটনার ছবিসহ সংবাদ আপলোড করে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের কর্মী বাবু সরকার। এতেই ক্ষুব্ধ হয়ে পড়ে আকাশ এবং অন্যরা। এই ঘটনার সূত্র ধরে গতকাল রোববার বিকেলে বাবুকে পেয়ে কুড়িগ্রাম জেলা শহরের প্রাণকেন্দ্রে মীম হোটেলের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় জনতা। বাবু জানায়, গত ১৪ নভেম্বর ভিসি’র অপসারণের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ধরে টানাটানি এবং ধস্তাধস্তির মতো ঘটনা ঘটায় আকাশ। পরবর্তীতে সকল বাধা উপেক্ষা করে পালিত হয় কর্মসূচি। তারই জের ধরে ১৭ নভেম্বর বিকেল ৩ টার দিকে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে মিম হোটেলের সামনে আন্দোলনের একজন সক্রিয় অংশীদার হাফিজু রহমান বাবু সরকারের উপর হামলা করে এবং মারাত্মকভাবে জখম করে ছাত্রদল ও যুবদল। হামলার নেতৃত্ব দিয়েছে কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান আকাশ, পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সাওয়ানুল হক জীম, মজিদা কলেজ ছাত্রদলের সদস্য সচিব নাঈম ইসলাম অসীম, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক সাজেদুল ইসলাম হ্যাভেন এবং তাদের অনুসারীরা। বর্তমানে বাবু সরকার কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ঘটনার খবর পেয়ে কুড়িগ্রাম সদর থানার ওসি নাজমুল আলম হাসপাতালে গিয়ে জখমী আহত অসুস্থ বাবুকে দেখেছেন এবং ঘটনা অবগত হয়েছেন বলে জানা গেছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে। তবে অভিযুক্তদের মোবাইল নম্বর না থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। SHARES সারা বাংলা বিষয়: