কুড়িগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপিত মানবকথা মানবকথা প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৪ কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার: বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার”- এ প্রতিপাদ্যকে ধারণ করে “আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪” উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা এবং জব ফেয়ার অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা প্রশাসন এবং কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) কর্তৃক দিনব্যাপী এ আয়োজনের শুরুতে ১৮ ডিসেম্বর-২০২৪ খ্রিঃ বুধবার একটি র্যালী টিটিসি ক্যাম্পাস হতে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌছায়। জেলা প্রশাসকের কার্যালয় হতে জেলা প্রশাসক নুসরাত সুলতানা উক্ত র্যালী উদ্বোধন করেন এবং জেলা প্রশাসকের নেতৃত্বে কুড়িগ্রাম জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। উক্ত র্যালীতে কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌঃ মোঃ আইনুল হক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, জেলার সকল ব্যাংকের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজ, বৈষম্যবিরোধী কুড়িগ্রাম জেলা আহবায়ক কমিটির আহবায়ক মোঃ আবদুল আজিজ নাহিদ এবং যুগ্ম আহবায়ক প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান লিমন ও নাগরিক কমিটির প্রতিনিধি, বিদেশগামী প্রশিক্ষণার্থীসহ কুড়িগ্রাম টিটিসির সকল শিক্ষক ও স্টাফের উপস্থিতিতে র্যালীটি সফলভাবে সম্পন্ন হয়। র্যালী শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নুসরাত সুলতানা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কুড়িগ্রাম এর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), কুড়িগ্রাম এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আইনুল হক শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। উক্ত আলোচনা সভায় কুড়িগ্রাম জেলার সর্বোচ্চ র্যামিটেন্স আহরণকারী ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক কুড়িগ্রাম শাখাকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং সর্বোচ্চ র্যামিটেন্স প্রেরণকারী চারজন পুরুষ এবং তিন জন মহিলাকে সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করা হয়। সেই সাথে প্রবাসীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধী সন্তানদের অনুদান এবং ক্ষতিপূরণ বাবদ ৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক মহোদয়ের সমাপনী বক্তব্য শেষে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়। আলোচান সভা শেষে অতিথিবৃন্দকে সাথে নিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত মেলা ও জব ফেয়ারের শুভ উদ্বোধন ঘোষণা করেন কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক নুসরাত সুলতানা। উক্ত জব ফেয়ারে প্রাণ আরএফএল, গ্যালাক্সি এ্যাপারেল লিমিটেড ও কারুপণ্য লিমিটেড, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস, প্রবাসী কল্যাণ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি উপস্থিত ছিলেন। উক্ত জব ফেয়ারে ১০৯ জন চাকুরী ইচ্ছুক প্রার্থী বিভিন্ন চাকুরীদাতা প্রতিষ্ঠানের কাছে সিভি জমা দেয়ন এবং ভাইবা পরিক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্য থেকে ৫৯ জনকে চাকুরী প্রদান করা হয়েছে এবং যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: