এশিয়ান টিভির কুষ্টিয়ার সাংবাদিক রিজু’র ওপর হামলার প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন মানবকথা মানবকথা প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৪ নীলফামারী প্রতিনিধিঃ এশিয়ান টেলিভিশনের কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর নৃশংস হামলার প্রতিবাদ ও দোষীদের বিচার দাবিতে সৈয়দপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩০ জুন, সকাল ১১ টায় নীলফামারীর সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে সৈয়দপুর সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে’ এশিয়ান টেলিভিশন এর নীলফামারী জেলা প্রতিনিধি মোঃ মাইনুল হকের সভাপতিত্বে ঘন্টাব্যপী মানববন্ধন অনুষ্ঠিত হয় ৷ এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহবায়ক মোতালেব হোসেন, সদস্য সচিব অলিউডর রহমান রতন,সাংবাদিক সাবের হোসেন সাব্বির ৷ সঞ্চালনা করেন দৈনিক সমকালের আমিরুল হক ৷ বক্তব্য রাখেন,আজকের পত্রিকার রেজা মাহমুদ, বাংলাদেশের খবর মাসুদুর রহমান লেনিন, ভোরের পাতার জয়নাল আবেদীন হিরো, নাগরিক টেলিভিশনের সাদিকুল ইসলাম, যুগের আলোর রাজু আহমেদ, তৃতীয় মাত্রা র তামিম আহমেদ, জাগো রংপুরের শাহজাহান আলী, কালবেলার কাজী জাহিদ, আমার বার্তার আকাশ, সাপ্তাহিক চিকলীর মানিক, ঢাকা প্রতিদিনের দুলাল সরকার, প্রতিদিনের সংবাদের জহুরুল ইসলাম খোকনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ৷ এসময় বক্তারা বলেন কুষ্টিয়ার এশিয়ান টেলিভিশন এর স্টাফ রিপোর্টার সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর নৃশংস হামলার প্রতিবাদ জানিয়ে সকল আসামীদের দ্রুত আটকের তাগিদ দেন, প্রয়োজনে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন ৷ SHARES সারা বাংলা বিষয়: